২১তম জাতীয় সম্মেলন ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পালে বইছে উৎসবের হাওয়া। সম্মেলনের দিন-তারিখ ঘোষণা হওয়ার পরপরই নেতাকর্মী পদচারণা মুখরিত হয়ে উঠেছে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডিতে অবস্থিত দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়।
শুধু মূল দল আওয়ামী লীগই নয় পাশাপাশি সম্মেলন হচ্ছে দলটির ১ ভ্রাতৃপ্রতিম ও ৩টি সহযোগী সংগঠনের। সম্মেলন ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে আওয়ামী লীগ তৃণমূলের নেতাকর্মীরা।
সহযোগী সংগঠনের পদপ্রত্যাশীরা প্রতিদিনই খন্ড খন্ড মিছিল নিয়ে নিজেদের উপস্থিত জানান দিচ্ছে। মিছিল - স্লোগান আর নেতাকর্মীদের উপস্থিতে যেনো মিলনমেলার এক পরিস্থিতি সৃষ্টি করছে। আগত নেতাকর্মীদের কেউ কেউ আবার সেলফিবাজিতেও মেতে উঠেছেন।
সরজমিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সহযোগী সংগঠনের কার্যালয় ঘুরে দেখা গেছে, বিকেল হলেই পদপ্রত্যাশী ও নেতাকর্মীরা ভীড় করছে দলীয় কার্যালয়ে। আর বেলা ৩ টা বাজলেই ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়েও ভীড় করছে নেতাকর্মীরা। নেতাকর্মী ভীড়ে বেচাকেনা বেড়েছে আশপাশের দোকানীদেরও।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন বিকেল হলেই নেতাকর্মীরা ভীড় করছে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে। মাদক - সন্ত্রাস, অপকর্ম ও ক্যাসিনো বিরোধী চলমান শুদ্ধি অভিযানে যুবলীগ নিয়ে হ য ব র ল পরিস্থিতি সৃষ্টি হলেও সম্মেলনের দিন- তারিখ নির্ধারণের পর নেতাকর্মী উপস্থিতি বেড়েছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে।
দিকে আওয়ামী লীগের আরেক সহযোগী সংগঠন কৃষক লীগও সম্মেলন ঘিরে বর্ধিত সভা করেছে। বর্ধিত সভায় কৃষক লীগের তৃণমূলের নেতাকর্মীদের ক্ষোভ ঝাড়তেও দেখা গেছে। অনেকেই কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করলেও কেউ কেউ নতুন নেতৃত্ব ও শেখ হাসিনার ওপরে আস্থার কথা বলছে।
সম্মেলনে ঘিরে বসে নেই আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতারাও। কেন্দ্রীয় আওয়ামী লীগের আগেই ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে। ইতিমধ্যেই দৌড়-যাপ শুরু করেছে তারা।
প্রসঙ্গত- আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২০-২১ ডিসেম্বর। ৬ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ২৩ নভেম্বর আওয়ামী যুবলীগের সম্মেলনের নির্দেশনা রয়েছে।
|