বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়েছে মুচি সম্প্রদায়। করোনায় করুন অবস্থা তাদের সংসারে। একবেলা খেলেও আরেক বেলা না খেয়ে দিন কাটছে তাদের। রাস্তার পাশে বসে রোদ-বৃষ্টি, ধুলোবালির মধ্যে জুতো সেলাই করে মানুষকে সেবা দেন মুচি সম্প্রদায়। করোনাকালে তাদের খোঁজ রাখে নি কেউ। ধারদেনা করে সংসারের হাল ধরে রাখলেও ছেলে-মেয়ে কিংবা বউয়ের সাধারণ রোগের চিকিৎসার পয়সা জুটাতে পারছে না। বাড়ী ভাড়ার চাপ তো মাথার ওপরে রয়েছেই। রাজধানী বিভিন্ন এলাকার ভাস্যমান মুচিদের সঙ্গে কথা বলে এমনই তথ্য পাওয়া গেছে।
গোপীবাগ থেকে বিজয় নগর এসে জুতো সেলাইয়ের সরঞ্জাম নিয়ে বসে বসে অলস সময় পার করছেন রবি দাস। অন্যের পায়ে জুতো সেলাই করে পেটে ভাত জুটে তার। পারিবারিক কর্ম হিসেবে জুতো সেলাইয়ের কাজ করে সংসার চালান। করোনাকালে আয় রোজগার কেমন জানতে চাইলে রবি দাস বলেন, বলার মত কিছু নেই। সারাদিনে ১০০ টাকার কাজও জুটছে না। কাস্টমার নেই। বাজারের টাকাও তুলতে পারছি না। খুব কষ্ট করে সংসার চলছে। তার ওপরে ৫ মাসের বাসা ভাড়া বাকি। বাড়িওয়ালা প্রতিদিনই ভাড়ার জন্য দুর্ব্যবহার করছে।
দয়াগঞ্জে দুটি দোকানের মাঝে সামান্য ফাঁকা জায়গায় জুতো সেলাইয়ের সরঞ্জাম নিয়ে বসেন স্বপন দাস। করোনার কারণে সব কিছু যখন বন্ধ ছিলো তখন বাড়িতে ছিলেন। প্রায় ৪ মাস পর বাড়ি থেকে ঢাকায় ফিরেন তিনি। স্বপনের সংসারে মা-বাবা, স্ত্রীসহ ২ মেয়ে রয়েছে। আয়ের কথা জানিয়ে তিনি বলেন, কোনো দিন ১০০ আবার কোনো দিন ১৫০ টাকা, এমন দিনও আছে শূন্য হাতে ফিরতে হয়। আবার বৃষ্টির দিন তার দোকান বন্ধ রাখতে হয়।
সুত্রাপুর থানাধীন ঢালপট্টিতে জুতো সেলাই করে সংসার চালান চন্দন দাস। করোনার সময় ভয়াবহ কষ্টে কাটছে তার দিন। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তার সংসার। চন্দন দাস জানায়, করোনাকালে কাস্টমারের আগমনের সংখ্যা কমে যাওয়ায়, আয় রোজগারের পথ বন্ধ। এ অবস্থায় অনেকটা কর্মহীন হয়ে পড়েছি। পরিবার পরিজন নিয়ে কোনমতে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বড় মেয়ে অসুস্থ, চিকিৎসা করাবো পয়সা নেই হাতে। একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকার মধ্য দিয়ে দিন যাচ্ছে। এই সময় কোনো দিন ৪০ টাকা আবার কোনো দিন ৮০ টাকার কাজ হচ্ছে। এতে তো আর সংসার চলে না।
৭০ বছরের বৃদ্ধ কালু রবি দাস। জুতো সেলাইয়ের সরঞ্জাম নিয়ে বসে আছেন রাজধানীর পাটুয়াটুলীতে।
যৌবনে পূর্বপুরুষের কাজ হিসেবে জুতো সেলাইকেই কর্ম বেছে নেন তিনি। পাটুয়াটুলীতে বসেই কাটিয়েছেন জীবনের সবটা বসন্ত। জুতো সেলাই করে ভাগ্য ফেরাতে পারনে নি তিনি। স্বামী পরিত্যক্ত এক মেয়ে, স্ত্রী, ৭ বছরের এক বাক প্রতিবন্ধী নাতনি রয়েরে তার সংসারে। এক ছেলে বকুল রবি দাস। ছেলের আলেদা সংসার। সেও গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের পাশে রাস্তা জুতো সেলাই করে।
কালু রবি দাস বলেন, পৃথিবীতে এমন অভিশাপ নেমে আসবে কখনও ভাবিনি। করোনা সময় যখন সবকিছু বন্ধ ছিলো। তখন বাসার পাশে মুদি দোকানি ছিলো ভরসা। বাকি খেয়ে খেয়ে দেনা বাড়িয়েছেন অনেক। টাকা পরিশোধ করতে না পারায় দোকানীর দমকও হজম করতে হয় তাকে। তিনি জানায়, সরকারি কোনো ত্রাণ সহায়তা পায়নি আমরা। সরকারের কাছ থেকে কখনো আমরা কিছু পাই না।
কাঠেরপুলের কসমোপলিটান স্কুলের পাশে জুতো সেলাই সরঞ্জাম নিয়ে বসা ৩০ বছরের স্বপন রবিদাসও শোনালেন কষ্টের কাহিনি। করোনা আসার আগে তার আয় রোজগার ভালো ছিলো। করোনাকালে নিজের খাবারের পয়সা জোগাতেই কষ্ট হয় তার। তর ওপরে বউ-বাচ্চা তো রয়েছেই।
সঞ্জয় দাস বসয় হবে ৪৫ বছরের মত। একরামপুর স্কুলের পশ্চিম দিকে বসেন তিনি। কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, আমাদের খেয়াল রাখার মত কোনো লোক নেই। আমাদের খবর কেউ রাখে না। আমরা মুচি জুতো সেলাই করে খাই। বাবা-দাদার কর্ম হিসেবে আমি এই কাজ শুরু করেছিলাম। আমি চাইনা আমার সন্তান এই কাজে আসুক। কষ্ট হলেও সন্তানকে লেখাপড়া করাচ্ছি। যাতে সে অন্য কাজ করতে পারে। আমাদের জন্য কোনো কোটা বরাদ্দ নেই।
|