অন্ধকার ছেয়েছে দিকে দিকে,
মানব সৃষ্ট আঁধারে মিলেছে প্রকৃতি। প্রকৃতি ধরেছে জেদ নেবে প্রতিশোধ; আর কত সইব আমি করে মুখ বন্ধ।।
শুধাইল প্রকৃতি হয়ে ফ্যাকাসে মলিন অহরহ চতুর্দিক আজি আঘাত মোর; নির্দয় হায়েনারা হয়ে মম অংশ, নির্বিঘ্নে করছে পাপ করছে ধ্বংস।
পারমাণবিক বোমায় বিধ্বংস জগত, মানবতা ডুকরে কাঁদে হয়ে অগ্নিভস্ম; অরণ্য সৃজন হেরি করিছ প্রলয়, চাতুর্য অগ্নিতে বন বিনাশে নাম দিয়েছ দাবানল তারে! পাখপাখালি কিচিরমিচিরে হাকিছে শাপ, প্রকৃতির দিকে দিকে আজ শুধুই অভিশাপ!
অদৃশ্য ঘাতকে আজি স্তব্ধ ধরিত্রী; বেদনার্ত হাহাকার যেন অহর্নিশ!
মাতৃসম প্রকৃতি তাই শুধাইছে আজ তোমরা মোর অংশ তব নয়তো বিচ্ছিন্ন। অংশ হয়ে ধ্বংসলীলায় মেতেছ পূর্ণেরে; তাতে কি! শুধরাবে তুমি এ বিশ্বাস মোর! আসিব আমি তিমির বিনাশী আলো হয়ে, প্রশান্ত গতিময় উদ্যমে নব সৃষ্টির বিকাশে।।
|