মাত্র তিন মাসের মধ্যে দ্বিতীয়বার পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলার সমমূল্যের শেয়ার বিক্রির জন্য ছাড়ছে বিশ্বের জনপ্রিয় ইলেকট্রিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা। নতুন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ঋণের চাপ কমাতে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
গত সোমবার টেসলার শেয়ার নতুন সর্বোচ্চ দরের রেকর্ড গড়েছে। এর ফলে তাদের বাজারমূল্য ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা বিশ্বের সবচেয়ে দামী গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হিসেবে টেসলার অবস্থান আরও সুদৃঢ় করেছে।
মঙ্গলবার টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, গোল্ডম্যান স্যাশ, সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস এবং মরগান স্ট্যানলিসহ বিশ্বের শীর্ষ ১০টি ব্যাংক তাদের শেয়ার বিক্রি পরিচালনা করবে। তবে এটি শেষ হওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি।
চলতি বছর অকল্পনীয় সুসময় যাচ্ছে টেসলা ও ইলন মাস্কের। গত মাসে এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্সে যোগ দেয়ার সিদ্ধান্তে তাদের কপাল আরও প্রসন্ন হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজারে যোগ দেয়া এযাবৎকালের সবচেয়ে দামী প্রতিষ্ঠানের খেতাব জিতেছে টেসলা।
২০২০ সালে টেসলার শেয়ারের দর ৬৭০ শতাংশ বাড়ার ফলে এর প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদও বেড়েছে হু হু করে। দেখতে দেখতে ২৭ বিলিয়ন থেকে ১৫৫ বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছেন তিনি, যার ফলে বিল গেটসে হটিয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষধনীর মুকুটও উঠেছে এ তরুণ ব্যবসায়ীর মাথায়।
গত সেপ্টেম্বরে টেসলা জানিয়েছিল, তারা ভবিষ্যৎ ঋণের চাপ কমাতে আরও পাঁচ বিলিয়ন ডলার সংগ্রহ করবে। ব্যাপক হারে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বার্লিন এবং টেক্সাসে নতুন কারখানা স্থাপন করতে চলেছে প্রতিষ্ঠানটি।
জনপ্রিয় সাইবারট্রাক ও টেসলা সেমি নামে একটি সেমি-ট্রাকসহ শিগগিরই বেশ কিছু নতুন মডেলের গাড়ি বাজারে ছাড়তে চায় টেসলা।
সূত্র: রয়টার্স
|