চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে সংস্থাটির কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসরাইল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকতা মোঃ শফিকুল আলম। তাসরিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফিয়া খাতুন ও কবির হোসেন। উপস্থিত ছিলেন রেহেনা খাতুন, সিনুরা বেগম, আশফাকুল ইসলাম ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা।
|