পাগল সুজনের কথায় ফোক গানের গায়ক রাজিব শাহের কণ্ঠে প্রকাশ পাচ্ছে নতুন গান `বাঁশরি`। গানটি প্রকাশ হবে কাহিনি নির্ভর একটি মিউজিক ভিডিওতে। নতুন বছরে নতুন রূপে অনেকটা ভিন্নতা নিয়েই শ্রোতাদের সামনে গানটি প্রকাশ করতে যাচ্ছেন শিল্পী।
`বাশঁরি` আসছে আগামী ৭ জানুয়ারি মিউজিক ওয়ার্ল্ডের ব্যানারে।
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুরও করেছেন রাজিব শাহ। এ এইচ জীবনের সংগীত আয়োজনে গানটির ভিডিওর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এরফান শাহ বাবু।
শিল্পী বলেন, `একটি অতৃপ্ত আত্মার জীবদ্দশায় কিছু হারানো কিছু পাওয়া না পাওয়া এবং দেহের মৃত্যুর পরে আত্মারূপে সেই অতৃপ্ত আত্মার কল্পিত প্রেমের কাহিনি উঠে এসেছে গানটির চিত্রায়নে। কিছুটা বাস্তবতা ও কিছুটা কাল্পনিক চিত্র ফুটে উঠেছে এখানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে গান ও ভিডিওটি।`
`বাশঁরি` গানের মিউজিক ভিডিওতে মডেল হযেছেন শিল্পী রাজিব শাহ এবং মডেল অ্যালিজা জামান তারা।
|